গত 28/08/2024ইং তারিখে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ হতে স্মারক নং- 05.30.5900.203.42.001.20-585 এর মাধ্যমে গজারিয়া উপজেলার ০৩নং প্রশাসনিক কর্মকতার রদবদল করা হয়। এতে টেংগারচর ইউনিয়নে কর্মরত মুহাম্মদ মিনহাজ উল্লাহ সাহেব কে গজারিয়া ইউনিয়ন পরিষদে ও গজারিয়া ইউনিয়ন পরিষদের কর্মকতা জনাব রহিমা দেওয়ানকে টেংগারচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা হিসাবে রদবদল করা হয়। অদ্য 01/09/2024ইং তারিখে জনাব রহিমা দেওয়ান অত্র টেংগারচর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের বরাবর যোগদানপত্র দাখিল করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস