বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধি ভাতার জন্য আবেদন গ্রহন।
বিস্তারিত
“বিশেষ ঘোষনা”
এতদ্বারা টেংগারচর ইউনিয়নের সকল জনসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী 28/08/2023ইং তারিখ হতে পরবর্তী তারিখ ঘোষনা না হওয়া পর্যন্ত বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধিদের ভাতার জন্য টেংগারচর ইউনিয়ন পরিষদে আবেদন গ্রহন করা হবে। অফিস চলাকালীন সময় সকাল 10:00 হতে বিকাল 05:00 পর্যন্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে আবেদন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো। বয়স্ক ও বিধবা ভাতাভোগীদের জন্য জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর (নিজ নাম/পরিবারের সদস্য কর্তৃক রেজিষ্টারকৃত)। প্রতিবন্ধিদের জন্য জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন/প্রতিবন্ধি সুর্বন কার্ড ও মোবাইল নম্বর (নিজ নাম/পরিবারের সদস্য কর্তৃক রেজিষ্টারকৃত) আবশ্যক।