এতদ্বারা টেংগারচর ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল নাগরিকগনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 2024-2025ইং অর্থ বছরের জন্য অতিরিক্ত কোটায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতাগনের অনলাইন আবেদন করন কার্যক্রম শুরু হয়েছে, বয়স্ক ভাতার ক্ষেত্রে পুরুষ- ৬৫ বৎসর, নারী- ৬৩ বৎসর, বয়স হতে হবে। বিধনা ও স্বামী নিগৃহিতাদের ক্ষেত্রে প্রমানকসহ ইউনিয়ন পরিষদের যোগাযোগ করা জন্য অনুরোধ করা হলো। আবেদনের জন্য অবশ্যই ব্যবহৃত মোবাইল সঙ্গে আনতে হবে যাতে মোবাইল ব্যাংকিং- নগদ এ্যাকাউন্ট থাকবে হবে। আগামী 17/04/2025ইং তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে।
অনুরোধক্রমেঃ
মোঃ কামরুল হাছান ফরাজী
চেয়ারম্যান
টেংগারচর ইউনিয়ন পরিষদ
গজারিয়া, মুন্সিগঞ্জ।
মোবাঃ 01704049965
[বিঃদ্রঃ অনলাইন আবেদন ব্যাতিত কোন ভাতা সুবিধায় অংশ গ্রহন করা যাবে না।]
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস