শিরোনাম
সকল প্রকার অফলাইন সনদপত্রে স্মারক নম্বর সংযুক্ত করন।
বিস্তারিত
এতদ্বারা সকল নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য 22/08/2023ইং তারিখ হতে, টেংগারচর ইউনিয়ন পরিষদ হতে সকল অফলাইন সনদপত্রে স্মারক নম্বর সংযুক্ত করা হয়েছে। তাই স্মারক নং সহ এখন হতে সকল অফলাইন সনদ প্রদান করা হবে। এছাড়া অনলাইনের সনদপত্র যথারীতি অনলাইন সনদ নম্বর দিয়েই চলমান থাকবে।