টেংগারচর ইউনিয়ন পরিষদের বিশেষ সভার কার্যবিবরনীঃ
সভা নং- বিশেষ /(২০২১-২০২২)/জুলাই-২০২১(-০১)
সভার সভাপতিঃ জনাব এস.এম ছালাহ উদ্দিন
চেয়ারম্যান টেংগারচর ইউনিয়ন পরিষদ, গজারিয়া, মুন্সিগঞ্জ।
সভার স্থানঃ টেংগারচর ইউনিয়ন পরিষদ সভাকক্ষ।
সভার তারিখঃ ১৩/০৭/২০২১ইং
সভার সময়ঃ সকাল ১১.০০ ঘটিকায়।
ক্রমিক নং |
নাম |
পদবী |
স্বাক্ষর |
মন্তব্য |
০১ |
জনাব এস.এম ছালাহ উদ্দিন |
চেয়ারম্যান |
স্বাক্ষরিত |
- |
০২ |
জনাব মোঃ মিনহাজ উল্লাহ |
ইউপি সচিব |
স্বাক্ষরিত |
- |
০৩ |
জনাব জোসনা বেগম |
সংরক্ষিত সদস্য ১,২,৩ |
স্বাক্ষরিত |
- |
০৪ |
জনাব উম্মে কুলসুম |
সংরক্ষিত সদস্য ৪,৫,৬ |
স্বাক্ষরিত |
- |
০৫ |
জনাব সেলিনা আক্তার |
সংরক্ষিত সদস্য ৭,৮,৯ |
স্বাক্ষরিত |
- |
০৬ |
জনাব কুদ্দুস |
সাধারন সদস্য ০১ |
স্বাক্ষরিত |
- |
০৭ |
জনাব মোঃ কামাল মোল্লাহ |
সাধারন সদস্য ০২ |
স্বাক্ষরিত |
- |
০৮ |
জনাব মোঃ তৈয়ব আলী |
সাধারন সদস্য ০৩ |
স্বাক্ষরিত |
- |
০৯ |
জনাব বরকত উল্লাহ |
সাধারন সদস্য ০৪ |
স্বাক্ষরিত |
- |
১০ |
জনাব নুরুজ্জামান |
সাধারন সদস্য ০৫ |
স্বাক্ষরিত |
- |
১১ |
জনাব আতাউর রহমান সিকদার |
সাধারন সদস্য ০৬ |
স্বাক্ষরিত |
- |
১২ |
জনাব হাবিবুর রহমান |
সাধারন সদস্য ০৭ |
স্বাক্ষরিত |
- |
১৩ |
জনাব সফিকুল ইসলাম |
সাধারন সদস্য ০৮ |
স্বাক্ষরিত |
- |
১৪ |
জনাব মাফুজ মিয়া |
সাধারন সদস্য ০৯ |
স্বাক্ষরিত |
- |
১৫ |
জনাব মোঃ রফিকুল ইসলাম |
বেসরঃ উঃবিঃ প্রতিনিধি |
স্বাক্ষরিত |
- |
১৬ |
জনাব মোঃ সালেহ মিয়া |
সরকারি প্র:বি: প্রধান শিক্ষক |
স্বাক্ষরিত |
- |
১৭ |
জনাব তাজিনুর বেগম |
সরকারি প্র:বি: প্রধান শিক্ষক |
স্বাক্ষরিত |
- |
১৮ |
জনাব সাত্তার সিকদার |
গন্যমান্য ব্যাক্তি |
স্বাক্ষরিত |
- |
১৯ |
জনাব মো: হারুন মোল্লা |
গন্যমান্য ব্যাক্তি |
স্বাক্ষরিত |
- |
২০ |
জনাব মোঃ আনোয়ার হোসেন |
ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক |
স্বাক্ষরিত |
- |
সভায় আলোচ্য বিষয় সমূহ:
০১) করোনা প্রতিরোধে ইউনিয়ন করোনা কমিটির করণীয় নির্ধারন বিষয়ক আলোচনা।
০২) বিবিধ।
আলোচ্য সূচী |
আলোচনা |
গৃহিত সিদ্ধান্ত |
বাস্তবায়ন কারী/দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি |
০১) করোনা প্রতিরোধে ইউনিয়ন করোনা কমিটির করণীয় নির্ধারন বিষয়ক আলোচনা। |
অত্র বিষয়ে সভাপতি মহোদয় সভায় উপস্থিত সকলকে জানান যে, বর্তমানে সারা বিশ্বসহ বাংলাদেশে করোনার প্রকোফ ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে, প্রতিদিনই মৃত্যু ও সংক্রমনের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এছাড়া সবচেয়ে বড় বিষয় হলো গ্রাম অঞ্চলে এর ব্যপকতা বহুগুনে বৃদ্ধি পেয়েছে, তাই সরকার সারা দেশে কঠোর লকডাউন ঘোষনা করেছে। যাতে মানুষ ঘড় হতে বের না হয় এবং মানুষের অবাদ চলাফেরা ও জনসমাগম রোধ করা যায়। অতপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আলোচনায় নিন্ম লিখিত সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়।
|
০১) ইউনিয়নের সকল নাগরিক যেনো লক ডাউনের নিয়ম কানুন মেনে চলে সে বিষয়ে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং কঠোর নজরধারী রাখতে হবে। যেমন: (ক) অকারনে বাড়ীর বাহিরে বের হওয়া যাবে না। (খ) সকল জনসমাগত এড়িয়ে চলতে হবে। (গ) যাদের একান্ত বাহিরে যেতে হবে তারা মুভম্যান্ট পাস নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাহির হবে। ০২) সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ০৩) মসজিদে নামাজের জন্য মুসল্লি ও অন্যন্য ধর্মাবলম্বী যার যার উপাসনার করার সময় অবশ্যই যাতে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ০৪) লক ডাউন কার্যকরের বিষয় গ্রাম পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে যা অব্যহত রাখতে হবে। ০৫) লক ডাউনে যে সকল লোকজন কর্মহীন হয়ে পরেছে / যারা নিন্ম ও হতদরিদ্র শ্রেনীর মানুষ তাদের পেশাভিত্তিক তালিকা তৈরি করে সরকারি খাদ্য সহায়তার আওতায় আনতে হবে। ০৬) মধ্যবিত্ত শ্রেনীর পরিবার যার লকডাউনের কারনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা তৈরি করে গোপনে সরকারি খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা করতে হবে। ০৭) লক ডাউনের কারনে অন্য এলাকার লোকজন যারা নিজ নিজ বাড়ীতে যেতে পারেননি কিংবা কমহীন হয়ে পড়েছে তাদের তালিকা তৈরি করে সরকারি ভাবে খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহন করতে হবে। ০৮) এছাড়াও কোন এলাকায় কোন জরুরী পরিস্থিতির উদ্ভব হলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করা হলো। ০৯) করোনা চলাকালীন ইউনিয়নের সকল নাগরিকদের মাঝে ত্রান বিতরন কাযক্রম অব্যহত রাখতে হবে।
|
সংশ্লিষ্ট সকল |
০২) বিবিধ |
সভপতি মহোদয় সভায় উপস্থিত দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তির (প্রযোজ্য ক্ষেত্রে সকলকে তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে ও যথাসময়ে পালন করার জন্য অনুরোধ করেন) |
সকলের তাদের উপর অপিত নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে ও যথাসময়ে আইন ও বিধি মোতাবেক পালন করবে। |
সংশ্লিষ্ট সকল |
অতপর আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার মুলতবি ঘোষণা করেন।
এস.এম ছালাহ উদ্দিন
চেয়ারম্যান ও সভাপতি
করোনা ভাইরাস প্রতিরোধ ও মোতাবেলা সংক্রান্ত ইউনিয়ন কমিটি
টেংগারচর ইউনিয়ন পরিষদ
গজারিয়া, মুন্সিগঞ্জ।
স্মারক নং- ০৩.৫৯.২৪.৮৪.২০২১ – (০১) তারিখঃ ১৩/০৭/২০২১
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরন করা হইল।
০১। উপ-পরিচালক, স্থানীয় সরকার, মুন্সিগঞ্জ।
০২। উপজেলা নির্বাহী অফিসার, গজারিয়া, মুন্সিগঞ্জ।
০৩। চেয়ারম্যান, টেংগারচর ইউনিয়ন পরিষদ।
০৪। উপজেলা..................................., কর্মকর্তা, গজারিয়া, মুন্সিগঞ্জ।
০৫। জনাব ......................................, টেংগারচর ইউনিয়ন পরিষদ।
০৬। জনাব আওলাদ হোসেন, ইউডিসি উদ্যোক্তা, টেংগারচর ইউপি, গজারিয়া, মুন্সিগঞ্জ। (রেজুলেশনটি ইউনিয়নের ওয়েব পোটালে আপলোড করার জন্য)
মো: মিনহাজ উল্লাহ
সদস্য সচিব
করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত ইউনিয়ন কমিটি
টেংগারচর ইউনিয়ন পরিষদ
গজারিয়া, মুন্সিগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস