আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়েনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর দলীয় প্রার্থীর নামের তালিকা চুরান্ত করেছে। গত শনিবার এবং রবিবার দুই দফায় প্রার্থীর নামের তালিকা ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। বহু জল্পনা-কল্পনা শেষে ঘোষিত ৮টি ইউনিয়নে দেল থেকে মনোনীত হয়েছেন হোসেন্দী ইউনিয়ন মাহাবুবুল হক মজনু, গুয়াগাছিয়া ইউনিয়ন থেকে মোহাম্মদ আলী খোকন, গজারিয়া ইউনিয়ন থেকে মো. আবু তালেব ভুইয়া, বাউশিয়া ইউনিয়ন থেকে মো. মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউনিয়ন থেকে হাফিজুজ্জামান খান জিতু, ভবেরচর ইউনিয়ন থেকে মুক্তার হোসেন, বালুয়াকান্দি ইউনিয়ন থেকে মরজিনা বেগম ও টেঙ্গারচর ইউনিয়ন থেকে বোরহান উদ্দিন। দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন ও দলীয় নেতৃৃবৃন্দ। আগামী ২৮ মে ৫ম ধাপে গজারিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কাউন্সিলদের উপস্থিতিতে গজারিয়া আটটি ইউনিয়নের প্রার্থীতা চুরান্ত করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS